বিটিসিএল-জিনিউ চুক্তি

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৩৪  
আইজিডব্লিউ গেটওয়ে অপারেটর সুইচ স্থাপনের জন্য জিনিউ টেকনোলজিস কোম্পানি লিমিটেড চায়নার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড। রাজধানীর ইস্কাটনস্থ বিটিসিএল প্রধান কার্যালয়ের সভাকক্ষে গত ২২ ফেব্রুয়ারি  এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিটিসিএল এর ‘ডিজিটাল কানেক্টিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী নিজাম উদ্দিন এবং জিনিউ টেকনোলজিস চায়না এর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট নিকোলাস কি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন সহ বিটিসিএল এর উর্দ্ধতন কর্মকর্তা এবং জিনিউ টেকনোলজির স্থানীয় প্রতিনিধি এডিএন টেকনোলজির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।